
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ পিএম
আগামী সংসদ নির্বাচন হবে নতুনদের স্টাইলে: নাসীরুদ্দীন

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৪৮ পিএম
-67e2de6b4f039.jpg)
আরও পড়ুন
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সম্পন্ন নতুনদের স্টাইলে। সেখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্বৈরাচার, টাকাবাজ, মাফিয়ার জায়গা হবে না।
মঙ্গলবার চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই বিপ্লবে আহত ও শহিদ পরিবারের সদস্য, প্রশাসন, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও এতিমদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সেইদিন গুটিকয়েক ছাত্র একমত হয়ে হাসিনাবিরোধী আন্দোলন শুরু করি। পরবর্তীতে আপনাদের সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন সফল হয়েছে এবং আমরা হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি।
দেশে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে নতুন চক্রান্ত চলছে। আমরা বলে দিতে চাই, ভবিষ্যত বাংলাদেশে আওয়ামী লীগ বা তাদের দোসরদের কোনো জায়গা হবে না।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, যদি কোনো দল বা গোষ্ঠী আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। ৫ তারিখে যেভাবে জনগণ রাজপথে ছিল, ঠিক সেইভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা হাসিনা তথা আওয়ামী লীগকে বিতাড়িত করবো।
তিনি বলেন, এ আন্দোলনে হাজীগঞ্জ শাহরাস্তিবাসীকে সেই নেতৃত্বে এগিয়ে আসতে হবে। আমাদের এ আন্দোলন যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততদিন পর্যন্ত চলবে; তার আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, আমি আবারও বলতে চাই, বাংলার মাটিতে আর আওয়ামী লীগের ঠাঁই হবে না। আওয়ামী লীগ চিরতরে হাসিনার সঙ্গে চলে গেছে। আগামীর বাংলাদেশে ন্যায়নীতির প্রতিষ্ঠিত হবে। দেশ থেকে স্বৈরাচার হাসিনা বিদায় হলেও তাদের দোসরা রয়ে গেছে। তারা বাংলার মাটিতে আবারো হাসিনাকে আনতে চায়। তাদের শেকড় পর্যন্ত বিচারের আওতায় আনা হবে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ নুরুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. মিরাজ মিয়া, জাতীয় নাগরিক পার্টির হাজীগঞ্জে উপজেলা শাখার মো. শাহাদাত হোসাইন, বাংলাদেশ জামায়াত ইসলামের হাজীগঞ্জ পৌর আমির আবুল হাসানাত পাটওয়ারী, বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা মো. ফয়সাল আহমদ রশিদী প্রমুখ।