Logo
Logo
×

সারাদেশ

টানা ৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম

টানা ৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন অর্থাৎ ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় কাস্টমস দাপ্তরিক কার্যক্রম এবং আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন।

৫ এপ্রিল সকাল থেকে যথারীতি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে।

আখাউড়া কাস্টমস সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ৫ এপ্রিল শনিবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে যথারীতি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হবে।

আখাউড়া স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট ব্যবসায়ী মো. আক্তার হোসেন ও রাজীব ভূঁইয়া যুগান্তরকে জানান, আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ট্রেড ইউনিয়নকে চিঠির মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার স্বাভাবিক থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া স্থলবন্দর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম