
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ এএম
সিংড়ার সেই প্রশাসনিক কর্মকর্তার বদলি

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:৪৬ পিএম
-67e2ddd1ea59a.jpg)
আরও পড়ুন
সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করায় নাটোরের সিংড়া উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সিনিয়র সহকারী কমিশনার মো. মাহমাদুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আসাদ আলী মোল্লার পরবর্তী কর্মস্থল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়। আর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি তথ্য অধিকার আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপজেলার খাস জলমহালের তথ্য চান সিংড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। কিন্তু তথ্য না দিয়ে তালবাহনা শুরু করেন এবং একপর্যায়ে সাংবাদিক আব্দুর রশিদের সঙ্গে মোবাইলে অশালীন আচরণ করেন আসাদ আলী। এর জেরে ডেভিল হান্টের নাটক সাজিয়েও সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
এদিকে সাংবাদিক আব্দুর রশিদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এই ঘটনায় নাটোর জেলার গণমাধ্যম কর্মীরা নিন্দা ও প্রতিবাদ জানায়। পরে তার মুক্তির দাবিতে নাটোরের তিন প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর জেলা ও বিভিন্ন উপজেলার প্রায় দুই শতাধিক গণমাধ্যমকর্মী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন ও মানববন্ধন করেন।
কর্মসূচি থেকে ইউএনওর প্রশাসনিক কর্মকর্তা আসাদ আলী মোল্লার অপসারণ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, এটা নাটোরের গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফল।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম মোবাইলে বলেন, কিছুক্ষণ আগে ওই প্রশাসনিক কর্মকর্তার বদলির চিঠি হাতে পেয়েছি।