
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পিএম
বান্দরবান জেলা আ.লীগের সম্পাদক লক্ষীপদ গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:২৫ পিএম

পুলিশের বিশেষ অভিযানে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের দুর্নীতিবাজ সদস্য লক্ষীপদ দাসকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ ৪টি মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্ন স্থানে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন ক্ষমতার অপব্যবহারকারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস।
স্থানীয় গণমাধ্যমকর্মীদের লক্ষীপদ দাসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সীমা দাশ।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতারের পর দুর্নীতিবাজ লক্ষীপদ দাসকে দুপুরের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নিয়ে যাওয়া হয়।
ফ্যাসিস্ট সরকারের দোসর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাসকে বান্দরবান নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ফ্যাসিস্ট দোসর লক্ষীপদ দাসকে গ্রেফতারের খবরে বান্দরবানে মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতিত ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল করিম জানান, গ্রেফতারের বিষয়টি আমরা শুনেছি। তার বিরুদ্ধে বান্দরবান থানায় ৪টি মামলা রয়েছে। তাকে আনা হলে অবশ্যই আপনাদের জানানো হবে।