
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:০৯ এএম
হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়ে ফের গ্রেফতার আ.লীগ নেত্রী

রংপুর ব্যুরো
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:১৬ পিএম
-67e2c8dd79681.jpg)
আরও পড়ুন
উচ্চ আদালতে জামিন হলেও রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেত্রী লিপি খান ভরসা কারাগার থেকে মুক্তি পাননি। তাকে জাল দলিলে জমি আত্মসাত করার মামলায় শ্যোন অ্যারেস্টের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে রংপুর মেট্রোপলিটন আমলি আদালতের-১ বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন। এর আগে তাকে কড়া পুলিশি পাহারায় আদালতে আনা হয়।
রংপুর মেট্রোপলিন আদালতের ইন্সপেক্টর জানান, আদালতে ভরসার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্বামী শরিফুল ইসলাম ভরসাসহ একটি জাল দলিল করেছেন। ওই দলিল দেখিয়ে তিনি শ্বশুর প্রয়াত সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসার জমি দখল করেছেন। এ সংক্রান্ত একটি মামলায় তাকে শ্যোন এরেস্টের আবেদন করেন বাদি পক্ষের আইনজীবী আফতাব উদ্দিন ও মাজহারুল ইসলাম। ওই মামলায় তিনি ১ নম্বর আসামি। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে শ্যোন এরেস্ট দেখানোর আদেশ দেন। জামিন শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করা হয়।
উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত রংপুর মহানগরীর ২৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন। তিনি এ ঘটনায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় ভরসাকে ১৬ মার্চ ঢাকায় গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলায় তিনি সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর মঙ্গলবার আদালতে তাকে শ্যোন অ্যারেস্ট আদেশ দেওয়ায় তিনি কারগার থেকে মুক্তি পাননি।