-67e2b89f9ddd1.jpg)
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলের জালে অনেক মাছের সঙ্গে একটি ভোল মাছ ধরা পড়ে। মাছটি পাথরঘাটা বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য উঠানো হয়। এতে বিভিন্ন পাইকাররা দরদাম করে হানিফ নামের এক পাইকার ১২ লাখ ১০ হাজার টাকা মন দরে মাছটি ক্রয় করেন।
মাছটি ওজন ৩৪ কেজি। আড়ৎদার মোস্তফা আলম জানান, মাছটি ১০ লাখ ২৮ হাজার ৫০০ টাকা হানিফ নামের এক ক্রেতা কিনেছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮ দিকে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজারে ভোল মাছটি বিক্রি করা হয়।
জেলে মো. জামাল হোসেন বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অন্য মাছের সঙ্গে ভোল মাছটি ধরা পড়ে। পরে পাথরঘাটা বিএফডিসিতে বিক্রির জন্য উঠালে অনেক দামে মাছটি বিক্রয় হয়।
উপজেলা মৎস কর্মকর্তা হাসিবুল মিয়া জানান, ভোল মাছের পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার) দিয়ে ঔষধ শিল্পে ব্যবহার হয়; যার জন্য এ মাছের দাম বেশি।