
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম
আন্দোলনে লালমোহনের শহিদ পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা পৌঁছে দিল যুবদল

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:০৬ পিএম

আরও পড়ুন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে শাহাদতবরণকারী লালমোহন উপজেলার ছাত্র-জনতার পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা বার্তা, আর্থিক অনুদান ও শ্রদ্ধা নিবেদন পৌঁছে দিয়েছেন লালমোহন উপজেলা যুবদল।
আন্দোলনে লালমোহনের ৬ জন শহিদ পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে তাদের কবর জিয়ারত করেন যুবদল নেতারা। পরে শহিদদের বাবা ও মায়ের হাতে তারেক রহমানের শুভেচ্ছা কার্ড তুলে দেন তারা।
এই কার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঈদের শুভেচ্ছা জানান। একইসঙ্গে এ শহিদ পরিবারদের কাছে ভোলা-৩ আসনের সাবেক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের পাঠানো ঈদ উপহারও তুলে দেওয়া হয়।
এ সময় লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, নিজাম সাদিকসহ শহিদ পরিবারের সদস্যগণ ও ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতারা উপস্থিত ছিলেন।
এ আন্দোলনে লালমোহন উপজেলার মোট ১১ জন শহিদ হন। এর মধ্যে যুবদলের পক্ষ থেকে ৬ পরিবারের কাছে মঙ্গলবার উপহার তুলে দেওয়া হয়। বাকি ৫ পরিবার কাছে বুধবার উপহার তুলে দেবে উপজেলা স্বেচ্ছাসেবক দল।