
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ এএম
খামারির মাথায় পিস্তুল ঠেকিয়ে গরু লুট

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৮:০১ পিএম
-67e2b7310dfc6.jpg)
আরও পড়ুন
কুষ্টিয়ার দৌলতপুরে খামারির মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪টি গরু লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী খাঁপাড়ায় এ ঘটনা ঘটেছে।
লুট হওয়া ক্ষুদ্র খামারি মাজলুল হক জানান, সোমবার রাতে ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসী আমার আঙিনায় প্রবেশ করে গোয়াল ঘর থেকে গরু নিয়ে যেতে থাকে। এ সময় টের পেয়ে সন্ত্রাসীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাদের মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪টি গরু নিয়ে যায়।
লুট হওয়া গরুর মূল্য ৪ লাখ টাকা উল্লেখ করে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন মাজলুল হক।
ওই রাতে ইউনিয়নের চকদৌলতপুর গ্রামের দিনমজুর রুলা আলীর গোয়াল ঘর থেকে দেড় লাখ টাকা মূল্যের আরও একটি গরু চুরি হয়েছে।
এ ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, রাতে খবর পেয়ে আমিসহ পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়েছিলাম। গরুর মালিকের দায়ের করা অভিযোগ অনুযায়ী গরু উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।