
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৭:০২ পিএম
শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে সিটি করপোরেশনের চিঠি, গাজীপুরে তোলপাড়

গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৭:৩১ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিশেষ মোনাজাতের জন্য নির্দেশনা জারি করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে। এতে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে গাজীপুরে।
মঙ্গলবার উপসচিব
নমিতা দে স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়,
‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ইং সরকারি সিদ্ধান্ত মোতাবেক দিবসটি যথাযোগ্য
মর্যাদায় পালনের অংশ হিসেবে ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধে শহিদদের
স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হল। ’
এ নির্দেশনার
চিঠিটি গাজীপুরের বিভিন্ন মহলে পৌঁছানোর পর মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। পরে বিষয়টি
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে গাজীপুরে হৈচৈ পড়ে যায়।
এবিষয়ে জানতে
চাইলে গাজীপুর সিটি করপোরেশনের উপসচিব নমিতা দে বলেন, পূর্বের চিঠি কপি করার কারণে
এমন হয়েছে। বিষয়টি মানবিক ভুল। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।
এ দিকে নমিতা
দের বিচার চেয়েছেন গাজীপুরের বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। নগরবাসীও এ ঘটনায় ক্ষুব্ধ
প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।