
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পিএম
পিরোজপুরে আ.লীগের ৪৪ নেতাকর্মীর নামে মামলা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৭:২৩ পিএম

আরও পড়ুন
পিরোজপুরে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠন এবং সমর্থকদের বিরুদ্ধে জামায়াতের রোকন ও পিরোজপুর পৌর ইউনিটের শূরা-কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম মামলা করেছেন। সদর থানায় সোমবার মামলায় মোট ৪৪ জনকে এজাহারভুক্ত ও ১৫০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি দেখানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, সহসভাপতি খান মোহাম্মদ আলাউদ্দিন ও আব্দুর রাজ্জাক খান বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহদিুল হক খান পান্না, যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা ও সাধারণ সম্পাদক সুমন সিকদারসহ সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী রয়েছেন।
বাদী তার এজাহারে ঘটনার বিবরণ উল্লেখ করে বর্ণনা দেন- গত বছরের ৩ আগস্ট পাড়েরহাট মৎস্য বন্দরে দলীয় কর্মসূচি শেষ করে শহরের পড়েরহাট পূরাতন বাসস্ট্যান্ডে পৌঁছায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এবং আাওয়ামী লীগের নেতাকর্মীরা ওই স্থানে জড়ো হতে থাকে।
জামায়াতের লোকজনকে চিনতে পেরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় আসামিরা তাদের বেশ কয়েকটি মোটরসাইকেল ভেঙে সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। হামলা ও আতঙ্ক ছড়িয়ে পড়লে আহতদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।