
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:২৫ এএম
বরিশালে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ

বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৬:০৯ পিএম

আরও পড়ুন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার হাসপাতাল কম্পাউন্ডে বরিশাল কর্মজীবী পরিষদের উদ্যোগে এ উপহার বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন— শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর, বরিশাল কর্মজীবী পরিষদের সভাপতি আমিনুল ইসলাম আমিন ও সাধারণ সম্পাদক রাব্বি আল মামুন ফয়সাল।
কেন্দ্রীয় বিএনপি নেতা আবু নাসের বলেন, ১৬ বছর স্বৈরাচারী শাসন অব্যাহত থাকায় দেশের শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি সব সময় শ্রমিকসহ মেহনতি মানুষের কল্যাণে কাজ করে আসছে। দেশের খেটেখাওয়া জনগণের অধিকার আদায়ে বিএনপির সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।