
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পিএম
পুলিশের গাড়ি থেকে লাফ দিয়েও শেষ রক্ষা হলো না যুবকের

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৬:০৩ পিএম

আরও পড়ুন
কুড়িগ্রাম জেলার রৌমারী সিএনজি স্ট্যান্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রৌমারী থানা পুলিশ। এ সময় রাব্বি নামে একজনকে আটক করে এবং তার কাছে থাকা ১০২ পিস ফেনসিডিল জব্দ করা হয়। থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায় ওই যুবক।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রৌমারী সিএনজি স্ট্যান্ডে এসে জামালপুর যাওয়ার উদ্দেশ্যে সিএনজিতে উঠে রাব্বি নামের যুবক। রাব্বির কথা-বার্তা ও চলাফেরা রহস্যজনক মনে হওয়ায় সিএনজিচালক পুলিশে খবর দেন। তাৎক্ষণিক পুলিশ এসে তল্লাশি করে ফেনসিডিল পাওয়ায় তাকে আটক করে। গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায় ওই যুবক। পরে দুজন সিএনজি ড্রাইভার ৪০ মিনিট তার পেছন পেছন দৌড়ে অবশেষে নটানপাড়া চাতালের কাছে তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত যুবক নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নুরুন্দি গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।