
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৩:৪৬ পিএম
৭০ হাজারে বিক্রি হলো পদ্মার এক কাতল

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:২৪ পিএম

আরও পড়ুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ। মঙ্গলবার ভোরে দৌলতদিয়ার ৭ নাম্বার ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। মাছটি ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, জেলে শওকত হালদার তার সঙ্গীদের নিয়ে ভোরে দৌলতদিয়ার ৭ নাম্বার
ফেরিঘাট ও পাঁটুরিয়া ঘাটের মাঝামাঝি পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা
করার পর জালে টান দিলে তারা দেখেন একটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে। পরে তিনি মাছটি বিক্রির
জন্য দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে আসে। সেখানে নিলামের মাধ্যমে
৬৭ হাজার ২০০ টাকায় মাছটি কিনেন সম্রাট শাহজাহান শেখ নামে এক মাছ ব্যবসায়ী। পরে তিনি
অনলাইনের মাধ্যমে রাজধানীর এক ব্যবসায়ীর ৭০ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘পদ্মা নদীতে জেলেদের
জালে বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। পদ্মা ও যমুনার মোহনা এলাকায় বড় মাছ বেশি
দেখা যাচ্ছে।’