
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:১০ এএম
ফাঁড়ির গ্রিল ভেঙে পালানো আসামি গ্রেফতার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:২৩ পিএম

আরও পড়ুন
দিনাজপুরের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির গ্রিল ভেঙে পালানো মাদক মামলার আসামি রয়েলকে পার্বতীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার মধ্যপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার
ওসি আব্দুল মতিন। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহযোগিতায় রয়েলকে গ্রেফতার করা হয়। মাদক
ও হাজত থেকে পালানোর অভিযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। দুই মামলায় তাকে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রয়েল উপজেলার কুশদহ ইউনিয়নের কাজিপাড়া
গ্রামের মৃত্যু সাকাদ আলীর ছেলে। পুলিশের দাবি, রয়েল মাদক কারবারি।
এর আগে গত শনিবার রাতে অভিযান চালিয়ে রয়েলকে তিন বোতল ফেনসিডিলসহ আটক করে যৌথ বাহিনী। পরে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখা হয় তাকে। তদন্ত কেন্দ্রের জানালার গ্রীল ভেঙে তিনি পালিয়ে যায়।