
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ এএম
কুমিল্লায় সালিশি বৈঠকে হামলা, নিহত ১

কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১০:০১ এএম

আরও পড়ুন
কুমিল্লার লালমাইয়ে সালিশি বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন মৃতের দুই ভাই।
সোমাবার বেলা ৩টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হাতিলোটা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত হাবিবুর রহমান (৬০) হাতিলোটা গ্রামের মৃত শরাফত আলীর ছেলে। আহতরা
হলেন- হাবিবুর রহমানের ভাই মিজানুর রহমান ও হাছান আলী। গুরুতর আহত মিজানুর রহমান কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ এবং স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত ইস্যুতে হাবিবুর রহমানের সঙ্গে
প্রতিবেশী আবদুল জলিলদের বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার আবদুল জলিলের
বাড়ির উঠানে সালিশি বৈঠকে বসে স্থানীয় ইউপি সদস্য রবিউল হোসেন খোকন ও গ্রাম সর্দার
ছালামত উল্যাহসহ আরও কয়েকজন।
বৈঠকে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আবদুল জলিলের ছেলে
আবদুল্লাহ (২৩) লাঠি দিয়ে হাবিবুর ও তার পক্ষের লোকদের মারধর শুরু করে। এ সময় মাথায়
আঘাতপ্রাপ্ত হয়ে হাবিবুর অজ্ঞান হয়ে যান। আহত হন মিজানুর ও হাছন আলী। তাদের উদ্ধার
করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় গ্রামবাসী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর
মারা যান।
মৃতের মেয়ে মায়া আক্তার বলেন, ‘আমার বাবাকে আবদুল্লাহ লাঠি দিয়ে পিটিয়ে
হত্যা করেছে। আমি তার ফাঁসি চাই। শুনেছি হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাবে। পুলিশ যেন
তাদের দ্রুত গ্রেফতার করে।’
লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশি
বৈঠকে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে। লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।’