
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পিএম
গাজীপুরে সাংবাদিকদের নিয়ে ওসির ইফতার পার্টি

গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:৪৮ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ইফতার করেছেন পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম। এসময় থানার অন্য পুলিশ সদস্যরাও অংশ নেন ইফতার পার্টিতে।
সোমবার পূবাইল
থানা কমপ্লেক্সে এই ইফতার পার্টির আয়োজন করেন ওসি আমিরুল।
ইফতারের পূর্বে
দোয়া মাহফিল পরিচালনা করে মাওলানা সাইফুল্লাহ।
সাংবাদিকদের
মধ্যে ছিলেন পূবাইল প্রেস ক্লাব সভাপতি ও গাজীপুর সিটি প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি
দৈনিক যুগান্তরের মহানগর প্রতিনিধি ও এশিয়ান টিভির গাজীপুর জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি
মোহাম্মদ আখতার হোসেন,পূবাইল থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলতাফ হোসেন
সিরাজী, পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি ও আমার সংবাদের পূবাইল প্রতিনিধি রবিউল ইসলাম,
সাধারণ সম্পাদক ও সোনালী খবরের সাংবাদিক আল আমিন সরকার, মর্নিং পোষ্টের ফয়সাল ভূঁইয়া,
ঢাকা টাইমস এর টঙ্গী ও পূবাইল প্রতিনিধি মোহাম্মদ রাজীব হোসেন, দৈনিক দেশ বর্তমানের
জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক দেলোয়ার হোসেন, মাসুদ ভূঁইয়া, আলমগীর হোসেন প্রমুখ।
ইফতার পার্টিতে
শুভেচ্ছা বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, বিভিন্ন ব্যস্ততার কারণে সাংবাদিক বন্ধুদের পবিত্র
রমজানে ইফতার উপলক্ষে একত্রিত হওয়া। এই মাস ছাড়া বছরের অন্য সময়ে এভাবে মিলিত হওয়া
যায় না। এভাবে একত্রিত হওয়ার মাধ্যমে সাংবাদিক ও পুলিশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও বন্ধুত্বপূর্ণ
সম্পর্ক জোরদার হবে বলে মনে করেন ওসি।