
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:২৯ এএম
কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:০৫ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে সোমবার সন্ধ্যার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- খোরশেদ আলম বকাউল (৫০) ও আবুল হাসানাত বকাউল (৩৬)। তারা উভয়ে ওই গ্রামের কবির হোসেন বকাউলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ ফরাজী।
এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার শাসনখোলা গ্রামের বকাইল বাড়ি সংলগ্ন মসজিদের পাশে ডোবায় মাছ ধরার জন্য সোমবার বিকালে তারা সিঙ্গেল পাম্প মেশিন বসান। পরে ইফতার শেষে বাড়ি থেকে মেশিনের কাছে এলে আকস্মিকভাবে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।