
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:১৫ এএম
চলন্ত বাসে ডাকাতি, চালকসহ আটক ২

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:৪৪ পিএম

আরও পড়ুন
সাভারের আশুলিয়া থানাধীন সিএন্ডবি এলাকায় মানিকগঞ্জগামী চলন্ত বাসে ডাকাতি হয়েছে। এ সময় যাত্রীদের অস্ত্রের মুখে প্রায় ২৪ জন যাত্রীকে জিম্মি করে ২০টির মতো মোবাইল ফোন, নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে চালকসহ দুইজনকে আটক করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
সোমবার রাত ৮টার দিকে রেডিও কলোনি থেকে ডাকাত দল শুভযাত্রা পরিবহণে উঠে একটু সামনে গেলেই দেশীয় অস্ত্র ও চাকু ব্যবহার করে সবাইকে ভয় দেখিয়ে প্রায় ২০টি মতো মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে বাস থেকে নেমে পালিয়ে যায়।
একপর্যায়ে গাড়িটির ড্রাইভার ভেতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতঙ্কে পড়ে যায়। পরে গাড়িটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৌঁছলে গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বাসটি আটক করে ক্যাম্পাসে নিয়ে গেলে ড্রাইভার লাইট বন্ধ করার সঠিক কোনো কারণ বলতে না পারায় তারা গাড়িটিতে আটকে দেয়।
গাড়িতে হেলপারসহ মোট তিনজন ছিল। এর মধ্যে একজন পলাতক। তাই বাকি দুইজনকে ডেইরি গেটে আটক করে যাত্রী ও ছাত্ররা।
যাত্রীদের সন্দেহ ড্রাইভার জড়িত থাকতে পারে। ছিনতাইকারী সবাই সাভার থেকে উঠে বিপিএটিসির সামনে নেমে গেছে।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি পরিদর্শক মো. সওগাত বলেন, এ ধরনের সংবাদ আমরা পেয়েছি। আমরা সাভার থানার সহায়তা নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে দুইজনসহ আটক ছিল।