
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম
বাগাতিপাড়ায় বিলুপ্তপ্রায় দুটি বনবিড়ালের ছানা উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:০২ পিএম

আরও পড়ুন
নাটোরের বাগাতিপাড়ায় বিলুপ্তপ্রায় প্রজাতির দুটি বনবিড়ালের ছানা উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার দুপুরে উপজেলার হাটদৌল এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ছানা দুটিকে উদ্ধার করা হয়।
পরে তা বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যদের মাধ্যমে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, হাটদৌল এলাকার একটি ভুট্টা ক্ষেতে ছানা দুটিকে দেখতে পান স্থানীয়রা। পরে বাচ্চা দুটোকে ধরে খাঁচায় বন্দি করেন তারা। এলাকায় বাঘের বাচ্চা ধরা পড়েছে, এমন খবরে বিড়ালটি দেখতে শত শত মানুষ ভিড় করেন।
খবর পেয়ে হাজির হলে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সদস্য সংগঠন সবুজ বাংলার সদস্যদের মাধ্যমে রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় সেখানে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড স্কাউট সোহেল রানা, মোস্তাফিজুর রহমান, আশুরা জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।
বিবিসিএফের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী জানান, উদ্ধার বনবিড়ালটি প্রায় বিলুপ্ত হওয়ার পথে। একে ফিশিং ক্যাট বা মেছো বিড়ালও বলা হয়। এরা লোকালয়ের কাছাকাছি থেকে কাঁকড়া, ব্যাঙ ইত্যাদি খায়। ধারণা করা হচ্ছে, খাবারের খোঁজে বন বিড়াল দুটি লোকালয়ে ঢুকেছিল। প্রথম দেখায় মনে হতে পারে ছানা দুটি চিতা বাঘের।