
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:১৭ এএম
রূপগঞ্জে ঈদযাত্রায় ভোগান্তি নিরসনে সড়কে শিক্ষার্থীরা

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৯:০৩ পিএম
-67e17446a2e72.jpg)
আরও পড়ুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গাউছিয়া ও এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) সড়কের কাঞ্চন সেতু এলাকায় ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যাত্রীরা বিশেষ করে শিশু ও নারীরা।
এদিকে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশকে সহায়তা করার জন্য রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীকে নিয়োজিত করেছেন। এতে অনেকটা ভোগান্তি কমছে বলে দাবি করেছেন বিভিন্ন যানবাহন চালক ও যাত্রী সাধারণ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকার উপকণ্ঠে অবস্থিত রূপগঞ্জ উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গড়ে ওঠেছে শত শত শিল্পকারখানা, পাইকারি বাজার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। কর্মসংস্থানের সুবিধা থাকায় স্থানীয়দের পাশাপাশি লাখ লাখ কারখানা ও গার্মেন্টের শ্রমিক ও কর্মচারী এখানে বসবাস করেন।
রূপগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে চলা ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর-মদনপুর বাইপাস সড়ক, ডেমরা-কালীগঞ্জ সড়কের উন্নতিকল্পে কাজ চলছে। অন্যদিকে প্রয়োজনীয় বিকল্প সড়ক না থাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে জমে উঠেছে ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের হাট। এছাড়া বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের সড়ক পারাপার, বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ, যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠা-নামাসহ নানা কারণে সৃষ্টি হচ্ছে যানজট। তাতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দেশের উত্তর পূর্বাঞ্চলের ১২ জেলার মানুষ এ উপজেলার ওপর দিয়ে রাজধানী ঢাকার অভিমুখে যাতায়াত করে।
ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় অবস্থিত দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার গাউছিয়া মার্কেট। এ মার্কেটের সামনে সড়কের বেশিরভাগ অংশ দখল বসেছে ভাসমান দোকানপাট। এ কারণে মার্কেটের সামনে অনেকটা ধীর গতিতে চলে যানবাহন। এতে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজটের।
এছাড়া সড়কের বরাবো, বরপা, রূপসী এলাকায় যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা ও থ্রি হুইলার যানবাহনের কারণে যানজট এখানকার নিত্যদিনের সঙ্গী।
অপরদিকে ঈদ উপলক্ষে রূপগঞ্জের বিভিন্ন স্থানে মার্কেট, শপিংমল, অভ্যন্তরীণ সড়কগুলো অনেকটা ব্যস্ত। অভ্যন্তরিত সড়কের জনগুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হচ্ছে যানজট। কখনো যানজট রূপ নিচ্ছে তীব্র ও স্থায়ী যানজটে। থেমে থেমে চলছে গাড়ির চাকা। এতে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্মক্ষম মানুষ। তাতে অপচয় হচ্ছে অর্থের, নষ্ট হচ্ছে সময়।
এদিকে ঈদগামী দূরপাল্লার যাত্রী সাধারণ যেন যানজট মুক্ত পরিবেশে স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন সেজন্য রূপগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তার উদ্যোগে পুলিশের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী যারা সকাল থেকে রাত অবধি ঢাকা-সিলেট মহাসড়কের ৬টি পয়েন্টে, এশিয়ান হাইওয়ে সড়কের ৩টি পয়েন্টে, কাঞ্চন-রূপসী সড়কে ১টি পয়েন্টে, ডেমরা-কালীগঞ্জ সড়কের ২টি পয়েন্টে যানজট নিরসনে কাজ করছেন। এতে কমেছে যানজট। কিছুটা স্বস্তি নিয়ে নির্বিঘ্নে যাতায়াত করছেন মানুষ।
রাজধানীর সূত্রাপুর থেকে গাউছিয়া মার্কেটে কেনাকাটা করতে আসা সুরভি বেগম বলেন, এখানে এসেছেন ঈদের কেনাকাটা করতে। বাড়ির সবার জন্যই সুলভ মূল্যে কেনাকাটা করেছি। এখন যানজটে ইফতারের আগে বাড়ি গেলেই হয়।
সেইসঙ্গে পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা যেভাবে কাজ করছেন, তাতে অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেন এই ক্রেতা।
ভুলতা গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী নাদিম বলেন, রাস্তার দু’পাশে অবৈধ দোকানপাট, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, অবৈধ স্ট্যান্ড ও যত্রতত্র গাড়ি পার্কিকে এ যানজটের মূল কারণ।
ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্বরত শিক্ষার্থী ইফতেখার ভুইয়া রিদ্বীন জানান, আমরা শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন। এতে যত্রতত্র গাড়ি পার্কিং ও গাড়িতে মালামাল ওঠানামাসহ অনিয়ম বন্ধ হয়েছে।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক দায়িত্ব পালনে যানজট নিরসনের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাইসহ অপরাধ প্র্রবণতা হ্রাস পেয়েছে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ঈদকে সামনে রেখে সড়কে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। সে কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা নিরলস কাজ করছেন। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনেক ধন্যবাদ।
সেইসঙ্গে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, এবারের রমজান ও ঈদে ভোগান্তি ছাড়া মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই শিক্ষার্থীরে কাজে লাগানো হয়েছে। ঈদের আগের দিন রাত পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালন করবে। তাদের অধিকাংশই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।