Logo
Logo
×

সারাদেশ

দেশে ধনী-গরিবের মধ্যে বৈষম্য বেড়েছে: খোকন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম

দেশে ধনী-গরিবের মধ্যে বৈষম্য বেড়েছে: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে ধনী-গরিবের মধ্যে বৈষম্য বেড়েছে। গত ১৬ বছরে এই বৈষম্য আরও প্রকট হয়েছে। ধনীরা ধনী হয়েছে। গরিব আরও গরিব হয়েছে। ব্যয় বেড়েছে কয়েক গুন কিন্তু ইনকাম বাড়েনি। ফলে নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে। 

তিনি বলেন, আগামী দিনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করে এই সমস্যা দূর করতে হবে। এ দেশের দরিদ্র মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায়, সেই ব্যাপারে রাজনীতিবিদ, শিল্পপতি, ব্যবসায়ী ও সমাজ সচেতন ব্যক্তি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

সোমবার দুপুরে নরসিংদী পৌর শহরের তরোয়া হযরত কাবুল শাহ্ মাজার প্রাঙ্গণে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, দেশে আর কোনো স্বৈরাচার আসবে না। যেন এ দেশের সম্পদ লুটপাট না করে। এ দেশের দুঃখী, দরিদ্র, কৃষক, শ্রমিক মেহনতি মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে। আর কোনো লুটেরা লুটপাট, দুর্নীতি, অন্যায় ও নির্যাতন করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকুন। 

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর (সিআইপি) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব আহম্মেদ মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আওলাদ হোসেন মোল্লা, দেলোয়ার হোসেন দুলাল, নাজমুল হক ভূঞাসহ চেম্বারের সকল পরিচালক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম