
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ এএম
তারাবি নামাজ পড়তে গিয়ে ১০ বছরের শিশু ধর্ষণের শিকার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:০৫ পিএম

আরও পড়ুন
ময়মনসিংহের নান্দাইলে তারাবির নামাজ পড়তে গিয়ে ১০ বছরের এক শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার রাজগাতী ইউনিয়নের বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং অভিযুক্ত কিশোর থানা পুলিশ হেফাজতে রয়েছে।
জানা গেছে, বড়াইল গ্রামের শিশু কন্যা (১০) প্রতিদিনের মতোই শুক্রবার প্রতিবেশী ফারুক মিয়ার বাড়িতে নারীদের সঙ্গে তারাবির নামাজ পড়তে যায়। এ সময় অভিযুক্ত কিশোর ওই শিশুকে তার মাথা ও পা টিপে দিতে বলে। একপর্যায়ে ওই শিশুকে বিভিন্ন প্রলোভন ও ভয় দেখিয়ে ধর্ষণ করেছে।
ধর্ষণের শিকার শিশুটির মা জানান, তার কন্যা বাড়িতে এসে প্রথমে কিছুই বলেনি। তবে প্রস্রাব লাল হচ্ছে বলে শিশুটি তার পরিবারকে জানায়। এতে তারা শিশুটির শরীর স্বাভাবিকভাবে অসুস্থ হয়েছে মনে করে শনিবার তাকে শরবত ও স্যালাইন পান করায়। পরে রোববার শিশুটি পার্শ্ববর্তী তার নানির বাড়িতে গেলে সেখানেও তার প্রস্রাবে রক্ত যেতে থাকে। বিষয়টি দেখে তার নানি সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করলে ধর্ষণের কথা জানায় শিশুটি।
বিষয়টি শিশুটির পিতা ও মাতাকে জানালে তারা অভিযুক্ত কিশোরের মা-বাবাকে অবহিত করলে হুমকি দেয় এবং এমন ঘটনা ঘটেনি বলে চুপ থাকার কথা বলে। এদিকে মেয়েটির অবস্থা আরও খারাপ হতে থাকলে রোববার রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
পরে মমেক হাসপাতালের পুলিশ কেস রিপোর্টিং অনুযায়ী ধর্ষণের বিষয়টি জানতে পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ধর্ষক কিশোরকে সোমবার ভোররাতে নিজ বাড়ি থেকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
তবে অভিযুক্ত ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় শিশুটির পরিবারকে চাপ দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ভিকটিমের পিতা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন যে বিচার করবে, আমি তাই মেনে নেব। এলাকাবাসীর বাইরে তো আমি না।
অপরদিকে অভিযুক্ত কিশোরের দাদি ও ছোট বোন অভিযোগের বিষয়টি অস্বীকার করে বলেন, এ ঘটনায় কিশোরকে ফাঁসানো হচ্ছে।
মমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, শিশুটি সেক্সওয়াল অ্যাসল্টে ভুগছে। বর্তমানে শিশুটি একজন নারী চিকিৎসকের পর্যবেক্ষণে আছে।
নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।