
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪২ পিএম
বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম

আরও পড়ুন
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সজল রায় নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাতে উপজেলার বাঘাডাঙ্গা বিওপির কাঞ্চনপুর ব্রিজ থেকে তাকে আটক করা হয়।
সজল ভারতের হুগলি চব্বিশ পরগনা জেলার মগরা থানার সুকান্ত পল্লীর রুপেশ্বর রায়ের ছেলে।
রোববার রাতে বিজিবির সরকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত টহল পরিচালনাকালে ৬০/৩৩ নং সীমান্ত পিলারের ১ কিলোমিটার ভেতরে কাঞ্চনপুর গ্রামের ব্রিজের ওপর থেকে ভারতীয় নাগরিক সজল রায়কে আটক করা হয়। আটকের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।