
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৮:১০ এএম
নির্বাচনের আগে সংবিধান সংস্কার করতে হবে: জোনায়েদ সাকি

রংপুর ব্যুরো
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৫৪ পিএম

আরও পড়ুন
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সেনাবাহিনী দেশকে এগিয়ে নিতে জোরালো ভূমিকা পালন করছে। দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। সেনাবাহিনী আছে বলেই বাংলাদেশ এখনো টিকে আছে। তা না হলে অন্যান্য দেশের মতো এই দেশ নস্যাৎ হয়ে যেত। ইতোমধ্যেই আমরা তা দেখেছি।
রোববার সন্ধ্যায় রংপুর নগরীর রূপকথা কমিউনিটি অ্যান্ড কনফারেন্স হলরুমে গণসংহতি আন্দোলন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, আগামী সংসদ নির্বাচন একদিকে যেমন জনগণ তার প্রতিনিধিত্ব নির্বাচন করবে এবং সরকার গঠন করবে। তাই আগামী নির্বাচনের আগে এই বিদ্যমান সংবিধানকে বদলে একটা গণতান্ত্রিক সংবিধান করতে হবে।
তিনি বলেন, সংস্কারের মধ্য দিয়ে সেখানে আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। এখন দেশে নানা ধরনের আর্থিক অস্থিতিশীলতার চেষ্টা চলছে, রাষ্ট্রের প্রতিষ্ঠান সেনাবাহিনীসহ অনেককেই নানাভাবে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এসব শুভ লক্ষণ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন এই নেতা।
তিনি বলেন, আমাদের সবাইকে এমন ভূমিকা নেওয়া উচিত যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে। শুধু তাই নয় এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এ দেশের মানুষের স্বপ্নকে সত্যে পরিণত করতে পারি। একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংবিধান প্রতিষ্ঠা করতে পারি। যারা অস্থিতিশীলতা তৈরি করছেন তারা যেন দায়িত্বশীল আচরণ করেন আমরা সে আহ্বান জানাই। এ ধরনের অস্থিতিশীলতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। সেই কারণে আমরা সব রাজনৈতিকপক্ষ সব ব্যক্তি; এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাব সতর্ক হতে হবে।
জোনায়েদ সাকি বলেন, বিভিন্ন গোষ্ঠীর ওপর আক্রমণ চলছে। আজকে যারা বাংলাদেশকে হেয় করতে চায়, নস্যাৎ করতে চায়। তারা কখনই দেশের সংস্কার চায় না। এখন থেকে সব প্রতিষ্ঠানকে কার্যকর করতে হবে। প্রতিটি অফিস আদালতে ফ্যাসিবাদের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসব অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, দেশের বিভিন্ন অংশের মানুষ দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন। ১৫ বছর এই দেশে দাবি মানা হয়নি। সংবিধান অনুযায়ী জনগণের দাবি সামনে আনার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান করছি। এজন্য জনগণকে সতর্ক থাকতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবকিছুর মোকাবেলা করে আমরা যেন কাজ করতে পারি এজন্য কাজ করছে গণসংহতি আন্দোলন।
সভায় গণসংহতি আন্দোলনের রংপুর মহানগর শাখার আহ্বায়ক আব্দুল জব্বারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, কমিটির অন্যতম সদস্য কাউসার জামান বাবলা, রংপুর জেলা ও মহানগর শাখার গণসংহতি আন্দোলনের নেতারা।