Logo
Logo
×

সারাদেশ

‘স্বৈরাচার হাসিনার হাত থেকে সেনাবাহিনী এ দেশকে রক্ষা করেছে’

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৫০ পিএম

‘স্বৈরাচার হাসিনার হাত থেকে সেনাবাহিনী এ দেশকে রক্ষা করেছে’

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাসের তীব্র সমালোচনা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদওয়ান আহমেদ।

রোববার বিকালে চান্দিনার জোয়াগ ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতিকে বিভ্রান্ত না করার জন্য আহ্বান জানিয়ে ড. রেদওয়ান আহমেদ বলেন, নতুন একটা ছাত্র সংগঠন আজকে এনসিপি নামে একটা দল গঠন করেছে। এখানে কিছু কিছু নেতা আছেন তারা নানাভাবে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন। গতকাল দেখলাম তাদের এক নেতা হাসনাত আব্দুল্লাহ লিখেছেন তাকে এবং এক বন্ধু সারজিসকে ডেকে নিয়ে আর্মির চিফ বলেছেন- রিফাইন্ড আওয়ামী লীগ কাজ করার জন্য তাদের সুযোগ দিতে হবে।

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘আরে বাবা তুমি কে? তোমার সঙ্গে আর্মির চিফ কেন আলাপ করবে? তুমি কি বাংলাদেশের কেউ যে তোমার সঙ্গে আলাপ করতে হবে? এখানে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপি আছে, এলডিপি আছে, জামায়াত আছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, তাদের সঙ্গে যদি প্রয়োজন হয় আর্মির চিফ বা অন্য কেউ আলাপ করতে পারে। তোমার মতো একজন নেতার সঙ্গে আর্মির চিফ এ ব্যাপারে আলাপ করবে এটা একটা ভৌতিক চিন্তাভাবনা। তুমি তোমার নিজেকে নানাভাবে প্রসিদ্ধ করার জন্য এই সমস্ত মিথ্যা স্ট্যাটাস দিয়ে জাতির মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি করেছ। এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবা না।’

তিনি আরও বলেন, ‘দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ হাসিনার মতো স্বৈরাচারের হাত থেকে এই দেশকে রক্ষা করেছেন। জেনারেল ওয়াকার এই জাতিকে রক্ষা করেছেন। এই জাতিকে রক্ষা করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। আরেকজন একটা স্টেটমেন্ট দিয়েছেন তার বয়স ২৫ কী ২৬ হবে। উপদেষ্টায় আছে। জেনারেল ওয়াকার নাকি এই প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করতে চান নাই। তার বিরুদ্ধে কথা বলেছেন তার সাজা হয়েছে। তুমি একজন উপদেষ্টা হয়ে মন্ত্রীর মর্যাদার লোক হয়ে এইভাবে পত্রপত্রিকায় বা রেডিও টেলিভিশনে স্ট্যাটাস দিতে পারো না। কারণ এটা অপরাধ।’

অনুষ্ঠানে ইউনিয়ন এলডিপির সভাপতি মো. সেরাজুল হক মাস্টারের সভাপতিত্বে এবং ধেরেরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান বিএসসির সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা এলডিপির সভাপতি একেএম শামসুল হক মাস্টার।

এ সময় উপস্থিত ছিলেন- রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আলী আশরাফ, মো. ফয়েজুল ইসলাম মেম্বার, সফিকুল ইসলাম মেম্বার, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূঁইয়া, প্রভাষক এমএ সোহেল খান, সাইফুল ইসলাম খোকন, শরীফুল ইসলাম প্রমুখ।

কুমিল্লা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম