
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৩১ এএম
প্রতিবন্ধী নবজাতককে ফেলে গেলেন বাবা-মা

বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকায় প্রতিবন্ধী নবজাতক উদ্ধার হয়েছে। শিশুটিকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ত্রিশ গোডাউনের সিঙ্গারা পয়েন্টে নবজাতক শিশুটিকে দেখতে পান ওই এলাকার রুহুল আমিন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটির পিঠ ও পা দেখে বোঝা যাচ্ছে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে হয়তো নবজাতক শিশুটির বাবা-মা তাকে ফেলে দিয়ে গেছে।
শেবাচিম হাসপাতালের একাধিক চিকিৎসক বলেন, ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করালে শিশুটিকে সুস্থ করা সম্ভব।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নবজাতক উদ্ধার হওয়ার খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। শিশুটি বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে।
তিনি আরও বলেন, শিশুটি উদ্ধার হওয়া স্থানের আশপাশে সিসি ক্যামেরা ফুটেজ দেখে বাচ্চার বাবা-মাকে শনাক্তের কার্যক্রম চলমান আছে।