যুগান্তরে খবর প্রকাশের পর বিএনপি নেতার সংবাদ সম্মেলন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলা হতে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের বাঁচাতে বিএনপি নেতার নেতৃত্বে মানববন্ধন করার খবর যুগান্তরে প্রকাশ হয়। এরপর দলীয় চাপে কোণঠাসা হয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই নেতা।
বৃহস্পতিবার আওয়ামী লীগের পদধারী শিক্ষক নেতাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান সজল। এ মানববন্ধনের খবর দৈনিক যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর বিএনপির ঊর্ধ্বতন ও স্থানীয় নেতাদের তোপের মুখে কোণঠাসা হয়ে পড়েন তিনি। দায় এড়াতে সংবাদ সম্মেলন করে আরও আলোচনার জন্ম দেন ওই নেতা।
রোববার দুপুরে উপজেলার এমসি বাজার হাজি ছোট কলিম স্কুলে শ্রীপুর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান সজল বলেন, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। শিক্ষক কর্মচারীদের কল্যাণে এ সংগঠন কাজ করে, তাই আমরা শিক্ষকদের মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছি।
উপজেলা বিএনপির সহ-সভাপতির পদ বহন করে মানববন্ধনে আওয়ামী লীগের পদধারী শিক্ষক নেতাদের মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেন কিভাবে? এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা আব্দুল হান্নান সজল কোনো জবাব দেননি।
সংবাদ সম্মেলনে তিনি একটি মহল কর্তৃক অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান।
