
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৮:১৮ এএম
বিএনপি নেতার বাড়ি থেকে ১৩ চোরাই গরু উদ্ধার

বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:৪২ পিএম
-67e039f36f517.jpg)
আরও পড়ুন
বগুড়ার কাহালুতে আবদুল গফুর শাহর (৪০) নামে এক বিএনপি নেতার বাড়ি থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।
অভিযুক্ত আবদুল গফুর শাহ উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
রোববার বিকালে উপজেলা বিএনপি তাকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে।
কাহালু থানার ওসি আবদুল হান্নান ওই বিএনপি নেতার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার এক চোরের স্বীকারোক্তিতে নওগাঁ ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ শনিবার রাতে তার কাহালুর পিলকুঞ্জ গ্রামের বাড়িতে অভিযান চালায় এবং গরুগুলো উদ্ধার করেন।
পুলিশ জানায়, সম্প্রতি নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়। এ ব্যাপারে আত্রাই থানায় মামলা হয়। পুলিশ এক চোরকে গ্রেফতার করলে তিনি স্বীকারোক্তি দেন।
চোরটি জানায়, গরুগুলো বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ফকিরপাড়া গ্রামে আবুল হোসেনের ছেলে, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর শাহর বাড়িতে আছে। এ খবরে নওগাঁ ডিবি পুলিশ, আত্রাই থানা ও বগুড়ার কাহালু থানা পুলিশের সহযোগিতায় শনিবার রাত আড়াইটার দিকে ফকিরপাড়া গ্রামে আবদুল গফুরের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গফুর শাহ পালিয়ে যায়। এরপর গ্রেফতার চোরের দেওয়া তথ্যমতে পুলিশ ওই বাড়ির গোয়াল ঘর থেকে ১৩টি গরু উদ্ধার করে।
এদিকে রোববার বিকালে কাহালু উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শাহজালাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আ.খ.ম. তোফাজ্জল হোসেন আজাদের সিদ্ধান্তে দলীয় শৃঙখলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির কালাই ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর শাহকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আবদুল গফুর শাহর মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।