
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ এএম
পীরগাছা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

রংপুর ব্যুরো
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:০৬ পিএম

পীরগাছা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জামিউল ইসলাম মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ও সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য-ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রয়েছে। এ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
রোববার সকালে পীরগাছা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, শনিবার বিকালে অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলার দেউতি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে-জামিউল ইসলাম মুকুল সামাজিক যোগাযোগমাধ্যম বিভিন্ন সময় সরকারবিরোধী নানা বক্তব্য প্রচার করে আসছেন; যা দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে। শনিবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে দেউতি বাজার থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সরকারবিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে রোববার তাকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।