
প্রিন্ট: ২৭ মার্চ ২০২৫, ০৭:৫৬ এএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাসন থানা যুবদলের ইফতার মাহফিল

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৯:০২ পিএম
-67e0229d281e6.jpg)
আরও পড়ুন
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যুবদল নেতা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রয়েল গ্রুপের এমডি গাজীপুর মহানগর বিএনপি নেতা রায়হান আহমেদ হৃদয়, বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ বাচ্চু, মুক্তিযুদ্ধ প্রজন্মদলের সভাপতি রায়হান হোসেন রানা, বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম দিপু, সাবেক জিএস মো. মোস্তফা নীনা, গাজীপুর মহানগর ওলামাদলের সদস্য সচিব খোকন বিশ্বাস, কাশিমপুর থানা যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান রাজু, ছাত্রনেতা জেএ রাজিব প্রমুখ।