
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১১:০৮ এএম
আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা

যুগান্তর প্রতিবেদন, সাভার
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:৫৯ পিএম
-67e021ea97eda.jpg)
আরও পড়ুন
সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে। এ সময় ইটপাটকেল ছুড়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ দখলদাররা।
রোববার বিকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার ফুটপাত উচ্ছেদ অভিযানে এই ঘটনা ঘটে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির জানান, আসন্ন ঈদকে ঘিরে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় উচ্ছেদে গেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দখলদাররা পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ৩টি যানবাহন ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।