
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম
ট্রেনচালকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২

কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:৫৩ পিএম

আরও পড়ুন
কিশোরগঞ্জ-ভৈরব (ভায়া-ভৈরব) রেলপথের বাজিতপুর উপজেলার সরারচর স্টেশনে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের চালকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে জিআরপি পুলিশ।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার (জিআরপি) ওসি মো. লিটন মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে বাজিতপুর উপজেলার কুকরারাই নয়াহাটি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- বাজিতপুর উপজেলার সাপবাড়ীয়া গ্রামের মো. আলীর ছেলে মো. রদি মিয়া এবং কুকরারাই নয়াহাটি গ্রামের মো. শরীফ মিয়ার ছেলে মো. মুন্না।
জিআরপি পুলিশের ওসি মো. লিটন মিয়া জানান, ট্রেনের চালকের ওপর হামলার ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে দুই যুবককে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, শনিবার সকালে ঢাকার কমলাপুর স্টেশন থেকে কিশোরগঞ্জগামী ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে এসে ইঞ্জিন পরিবর্তন করছিল। এ সময় এক যাত্রী বিনা টিকিটে ইঞ্জিনের বগিতে বসলে চালক অন্য বগিতে যাওয়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে আগে থেকে তার লোকজনকে সরারচর স্টেশনে অপেক্ষা করতে বলেন ওই যাত্রী। পরে ইঞ্জিন পরিবর্তন করে ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে এসে সরারচর রেলওয়ে স্টেশনে বিরতি দেয়। এ সময় টিকিটবিহীন যাত্রীর পক্ষ নিয়ে ৪ থেকে ৫ যুবক হঠাৎ করে হামলা চালিয়ে চালককে গুরুতর আহত করে। এতে ট্রেনটি এক ঘণ্টা বন্ধ থাকে।