
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:১৫ পিএম
প্রকাশ্যে ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টায় ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:০৪ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামে দিন-দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম শাকিল আহম্মেদ ওরফে সাজু (৪৮)।
রোববার ভোররাত ৪টার দিকে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ছিনতাইয়ের জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে।
পুলিশ জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এক পথচারী ষোলশহর ২ নম্বর গেট থেকে রিকশাযোগে নন্দনকানন যাচ্ছিলেন। পথে পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ছিনতাইকারী চক্রটি ছোরার ভয় দেখিয়ে ও মেরে ফেলার হুমকি দিয়ে অভিনব কায়দায় তার সর্বস্ব নিয়ে যায়। এ ঘটনা পার্শ্ববর্তী এক পথচারী ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে তা ভাইরাল হয়।
সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার অভিযান শুরু করে পাঁচলাইশ থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে রোববার ভোররাত ৪টার দিকে হামজারবাগ এলাকা থেকে জড়িত ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করা হয়। আলমগীর নামে আরও এক ছিনতাইকারী তার সঙ্গে ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
ভুক্তভোগী বাদী হয়ে পাঁচলাইশ থানায় গ্রেফতারকৃত ও পলাতক ছিনতাইকারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেফতার শাকিলের ও আলমগীরের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছে।