
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:১০ পিএম
অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম

আরও পড়ুন
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাসান আলী (৫৫) নামে অটোরিকশা চালক ও সবুজ (১৩) নামে সপ্তম শ্রেণির ছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সৌরভ (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্র।
রোববার সকাল ১০টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা কাউকে না জানিয়ে লাশ ও অটোরিকশা স্বজনরা বাড়িতে নিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ খবর পেয়ে বিকাল ৪টার দিকে বাড়িতে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক হাসান আলী কালিহাতী উপজেলা ভাবলা উত্তরপাড়া গ্রামের ছায়েম উদ্দিনের ছেলে ও ছাত্র সবুজ একই উপজেলার ভাবলা মধ্যেপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, এলেঙ্গা থেকে অটোরিকশাযোগে বাড়িতে ফিরছিল সবুজ ও সৌরভ। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক হাসান আলীর মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় ছাত্র সবুজ ও সৌরভকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেন। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে ছাত্র সবুজের মৃত্যু হয়। কাউকে না জানিয়ে সবুজের লাশ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। আহত ছাত্র সৌরভের অবস্থা আশঙ্কাজনক।
যমুনা সেতুপূর্ব থানার এসআই নাজিম উদ্দিন জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। কাউকে না জানিয়ে অটোরিকশা চালক হাসান আলী ও ছাত্র সবুজের লাশ ও অটোরিকশা বাড়িতে নিয়ে যায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে লাশ সুরতহাল রিপোর্ট করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ না থাকায় মামলা হয়নি।