
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ এএম
আ.লীগ নিষিদ্ধের মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম

আরও পড়ুন
মাগুরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বের হওয়া মিছিলের মধ্যে ঢুকে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে ইউসুফ নামে এক যুবককে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। পরে তাকে পুলিশে তুলে দেওয়ার পাশাপাশি তার ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা।
মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী মার্শাল জিহাদ, হাবিবসহ বেশ কয়েকজন বলেন, রোববার দুপুর ১২টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের সাধারণ জনগণের ব্যানারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের ভায়নার মোড়ে দিকে রওনা দিলে দুই থেকে তিনজন আমাদের মিছিলের মধ্যে ঢুকে জয় বাংলা স্লোগান দেয়। এ সময় তাদের ধাওয়া করে ইউসুফ নামে একজনকে পিটুনি দিয়ে পুলিশে তুলে দেওয়া হয়েছে। পরে বিক্ষোভকারীরা সরকারি কলেজের গেটে ওই ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ছাত্র-জনতার আটকে রাখা যুবককে উদ্ধার করেছে। তাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।