
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৩ এএম
আবুধাবিতে ঘুমের মধ্যেই মারা গেলেন খোকন

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৭:৫৫ পিএম

আরও পড়ুন
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঘুমের মধ্যেই স্ট্রোক করে রবিউল আওয়াল খোকন নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. সলিম উল্যাহ মিশন ও নিহতের ভাতিজা দুবাই প্রবাসী ফখরুল ইসলাম।
মৃত রবিউল আউয়াল খোকন (৪৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আহমেদ সারেং বাড়ির আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন।
নিহতের ভাতিজা ফখরুল ইসলাম জানান, চার বছর আগে তার কাকা খোকন জীবিকার তাগিদে আবুধাবির আজমান শহরে আসেন। সেখানে তিনি তার চাচাতো ভাই কবির খানের সঙ্গে কনস্ট্রাকশনের কাজ শুরু করে। কয়েক দিন আগে তারা আজমান শহর থেকে আবুধাবি শহরে যান একটি কনস্ট্রাকশন সাইডের কাজ করতে। শনিবার দিবাগত রাতে তিনি প্রতিদিনের ন্যায় ঘুমাতে যান। সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তার চাচাতো ভাই কবির খান গিয়ে দেখেন তিনি হার্ট স্ট্রোক করে অচেতন হয়ে পড়ে আছেন। তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।
চরফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. সলিম উল্যাহ মিশন বলেন, তার আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে আনতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।