
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:১০ পিএম
‘সেতুর টাকা বড় বড় মানুষদের পেটে’

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৬:১১ পিএম

আরও পড়ুন
ঘাটাইলে সোয়া কোটি টাকার গার্ডার সেতুর কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনারদেউলী গ্রামের কাটাখালি খালের ওপর নির্মাণ করা হচ্ছে ১৫ মিটার দৈর্ঘ্য গার্ডার সেতু।
২০২৩-২০২৪ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়িত এ সেতুর কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লাখ ৫৫ হাজার ৮২২ টাকা। কিন্তু নির্মাণের শুরুতেই ব্যবহার করা হয়েছে নিম্নমানের বালি পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রী। এছাড়াও বেজ ঢালাইয়ে রয়েছে ব্যপক কারচুপির অভিযোগ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোনো কাজই শিডিউল মোতাবেক করা হয়নি। শিডিউলে কাজের পরিমাপে বেজ ঢালাই ধরা হয়েছে ৩২ ইঞ্চি। সেখানে দেওয়া হয়েছে ২৪ ইঞ্চি। আর পাথর বালি সিমেন্ট কোনোটাই সঠিকভাবে দেওয়া হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান তাহা এন্টারপ্রাইজের অনুকূলে কাজটি করছেন আতিকুর রহমান নামে এক ব্যক্তি।
সেতুর একেবারে কাছের বাড়ির এক নারী বলেন, প্রথমে অনেকে প্রতিবাদ করেছি। এলাকার বড় বড় মানুষদের পেটে সেতুর টাকা।এখন আর কেউ কিছু বলেন না। আমরা ছোট মানুষ। আমাদের কথা কে শোনে।
সেতু নির্মাণ কাজের ফোরম্যান রাসেল মিয়ার কাছে জানতে চাইলে বলেন, আমাদের তো কিছু করার নাই। ঠিকাদার আমাকে যেভাবে করতে বলব আমি তো সেভাবেই করব।
তিনি কোথাও এভাবে কাজ করেন নাই বলেও জানান।
তাহা এন্টারপ্রাইজের অনুকূলে সেতুর কাজ করছেন আতিকুর রহমান। জানতে চাইলে তিনি বলেন, এখানে কোনো অনিয়ম হয়নি। সঠিক ড্রইং মেজারমেন্টে যা আছে ইঞ্জিনিয়ারের মাধ্যমে তাই করা হয়েছে। বেজ ঢালাইয়ে কারচুপির বিষয়ে জানতে চাইলে বলেন, এটা পিআইও বলতে পারব।
এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি না হয়ে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করেন।
জানতে চাইলে ইউএনও মো. আবু সাঈদ যুগান্তরকে বলেন, প্রকল্প পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে নিম্নমানের কাজ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।