
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০৩:৩২ এএম
পথচারীকে বাঁচাতে গিয়ে নিজেই লাশ হলো এসএসসি পরীক্ষার্থী

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম

আরও পড়ুন
ময়মনসিংহের মুক্তাগাছায় পথচারীকে রক্ষা করতে গিয়ে লাশ হলো এসএসসি পরীক্ষার্থী মো. অনন্ত। মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই সে নিহত হয়।
এ ঘটনায় আহত জসিম (২৮) ও অজ্ঞাত (২৫) দুইজন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার আরকে সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠসংলগ্ন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনন্ত (১৮) উপজেলার খেরুয়াজানী ইউপির আমোদপুর এলাকার লিটন খানের ছেলে। সে নজরুল ইসলাম হাইস্কুলের ২০২৫-এর এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অনন্ত মুক্তাগাছা পৌরশহরের একটি গ্যারেজে মোটরসাইকেল ঠিক করতে যায়। পরে গ্যারেজ থেকে দুইজনকে পেছনে বসিয়ে নিজেই বাইক চালিয়ে ট্রায়াল দিতে মহাসড়ক দিয়ে নতুনবাজারের দিকে ছুটে যায়। আরকে স্কুলের খেলার মাঠের কাছে গেলে রাস্তা পার হতে একজন পথচারী দৌড়ে চলন্ত বাইকের সামনে চলে আসে। এতে ওই পথচারীকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা পিকাআপে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষার্থী অন্তরের। আহত দুইজন মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।