
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পিএম
কলমতেজীর আগুন নিভলেও শাপলার বিলে নতুন আগুন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৪:৩২ পিএম

পূর্ব সুন্দবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী এলাকার টেপারখালের বনাঞ্চলে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। তবে, একই রেঞ্জের শাপলার বিল এলাকায় নতুন করে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোববার সকালে ওই এলাকায় ধোঁয়া দেখতে পেয়ে এলাকাবাসী বন বিভাগে খবর দেয়।
পরে বনবিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কলমতেজী থেকে ঘটনাস্থলে পৌঁছেন।
তবে, এ বিষয় বিস্তারিত জানা সম্ভব হয়নি।
এদিকে,কলমতেজী এলাকায় কীভাবে আগুন লেগেছে তা উদঘাটনে তিন সদস্যের একটি
কমিটি গঠন করেছে বন বিভাগ। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
বন বিভাগ সূত্রে জানা যায়, রোবার সকালের মধ্যেই বনবিভাগ, ফায়ার সার্ভিসের
তিনটি দল, ভিটিআরটি টিম, টাইগার টিম ও কোষ্টগার্ড আগুন নেভাতে সক্ষম হয়। দুপুর সোয়া
১২টার দিকে আনুষ্ঠানিকভাবে আগুন নেভানোর কাজের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপরই খবর পাওয়া
যায় ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে শাপলার
বিলে আগুন লেগেছে।
স্থানীয় ইউপি সদস্য পান্না মিয়া জানান, রোববার সকাল ১০টার দিকে ধানসাগর ষ্টেশন ও গুলিশাখালী টহল ফাঁড়ির মধ্যবর্তী শাপলার বিলের বনাঞ্চলে ধোঁয়া দেখতে পান এলাকাবাসী। ঘটনাস্থলটি লোকালয় থেকে তিন কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে খবরটি বন বিভাগকে জানানো হয়। এরপরই শাপলার বিলের দিকে রওয়ানা হন ডিএফও (পূর্ব) ও ধানসাগর ষ্টেশন কর্মকর্তাসহ অন্যান্যরা।
শাপলার বিল সংলগ্ন লোকালয়ের একাধিক ব্যক্তি ও বনবিভাগ সূত্র জানিয়েছে,
ওই বিলের আগুন দাউ দাউ করে জ্বলছে এবং তা ছড়িয়ে যাচ্ছে।
পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম
বলেন, কলমতেজির আগুনের ঘটনা তদন্তে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি
গঠন করা হয়েছে। ওই কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।