
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পিএম
রাজশাহীতে স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৩:৩২ পিএম

আরও পড়ুন
রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মো. শাহিনুর (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রোববার সকালে নগরীর হড়গ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহিনুর উপজেলার আনুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
র্যাব জানায়, পাঁচ বছর আগে শাহিনুরের সঙ্গে আফরিন আক্তার বৃষ্টির বিয়ে
হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতেন শাহিনুর। বৃষ্টির পরিবার
আড়াই লাখ টাকা দিলেও নির্যাতন থামেনি। বিদেশ যাওয়ার জন্য আরও তিন লাখ টাকার চাপ দিতে
থাকেন শাহিনুর। পরে বৃষ্টির পরিবার ২ লাখ ১০ হাজার টাকা দিলেও নির্যাতনের মাত্রা কমেনি।
গত ১৪ মার্চ দুপুরে শাহিনুর ও তার পরিবারের সদস্যরা বৃষ্টিকে মারধর করেন।
নির্যাতনের শিকার হয়ে বৃষ্টি তার পরিবারের কাছে খবর দেন। কিন্তু পরিবারের সদস্যদের
আসার আগেই বৃষ্টি মারা যান। তখন মরদেহ ফেলে পালিয়ে যান শাহিনুর, তার বাবা আবদুল জলিল
ও মা শ্যামলী বেগম। এ ঘটনায় মৃতের বাবা মামলা করেন। এ মামলায় গত ১৬ মার্চ শাহিনুরের
মা ও বাবাকে গ্রেফতার করা হয়। কিন্তু শাহিনুর পলাতক ছিলেন।
র্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহিনুরকে গ্রেফতার করা হয়। তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।