
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ১১:২০ পিএম
ভিজিএফে নিম্নমানের চাল, তাও আবার ওজনে কম দেওয়ার অভিযোগ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০২:৪৫ পিএম

আরও পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে। সুবিধোভোগীদের দাবি, ওজনেও কম দেওয়া হচ্ছে। কার্ডধারীরা এসব চাল নিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছেন।
রোববার সরজমিনে গিয়ে দেখা যায়, খাদ্য গুদাম থেকে সরবরাহ করা প্রায়
চালই পুরোনো, পোকায় খাওয়া ও দুর্গন্ধযুক্ত। নিম্নমানের চাল পেয়ে অসন্তোষ প্রকাশ করেন
উপকারভোগীরা। খাওয়ার অযোগ্য চাল উত্তোলন করে তা বিক্রি করে দিয়েছেন অনেকে।
উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, ১০ কেজি হারে ১১ ইউনিয়নে ১৬ হাজার
৮০৬ ও পৌরসভায় চার হাজার ৬২১ কেজি চাল বিতরণ করা হয়েছে।
ভিজিএফের চাল নিতে আসা কয়েকজন নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, চাল পাওয়ার
পর মেপে দেখা গেছে ১০ কেজির জায়গায় ৮ থেকে
৯ কেজি করে দেওয়া হচ্ছে। এসব চাল খাওয়ার অনুপযোগী ও দুর্গন্ধযুক্ত। চালে ছোট
ছোট পোকা হাঁটছে। তারা এসব চাল গরু, মুরগি ও মাছের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য ব্যবসায়ীদের
কাছে কম দামে বিক্রি করে দেন।
চাল দুর্গন্ধযুক্ত স্বীকার করে মঠবাড়িয়া পৌরসভার সচিব (ভারপ্রাপ্ত)
বলরাম ঘোষ বলেন, ‘গুদাম থেকে যে চাল আসে সেগুলোই আমরা দিচ্ছি। আমাদের এখানে করার কিছু
নেই।’