
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৮:৩২ এএম
শ্রমিকদের আন্দোলনে হামলার অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০২:৪৪ পিএম

আরও পড়ুন
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছিলেন পোশাক শ্রমিকরা। শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ করছিলেন তারা। হুট করে সেই আন্দোলনে হামলা চালায় কয়েকজন। এতে আহত হন অন্তত ১০ শ্রমিক।
রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিকদের অভিযোগ, যুবদল নেতা মনির হোসেনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাইয়ু সোয়েটার কারখানার শ্রমিকরা বকেয়া বেতন
ও ঈদ বোনাসের দাবিতে কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। হঠাৎ
করে একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত
১০ শ্রমিক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের স্থানীয় হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের ন্যায্য পাওনা পরিশোধে দীর্ঘদিন
ধরে গড়িমসি করছে। ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে তারা আন্দোলনে নামলে পরিকল্পিতভাবে
এ হামলা চালানো হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে
অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায়
আনা হবে।’