
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৯:১৮ এএম
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে মা-মেয়ে-বাবা দগ্ধ

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১২:৪৫ পিএম

আরও পড়ুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার ভোরে ফতুল্লার তল্লা মসজিদের পাশে মামুনের বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে দগ্ধ ওই তিনজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
দগ্ধরা হলেন- হারুন অর রশিদ (৬০), তার স্ত্রী কমলা বেগম (৪০) ও তাদের
মেয়ে মিম আক্তার (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবার নিয়ে মামুনে টিনশেড বিল্ডিংয়ে ভাড়া থাকতেন
হারুন। রোববার ভোরে সেহরির জন্য উঠেন গৃহবধূ কমলা বেগম। গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা
করেন তিনি। এ সময় পুরো ঘরে আগুন ধরে যায়। এতে কমলা বেগম, তার স্বামী ও মেয়ে দগ্ধ হয়।
প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় বেশি দগ্ধ হয়েছে কমলা বেগম।’