জিয়াউর রহমানের স্মরণে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৫:০৬ এএম

শহিদ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে হিফজুল কোরআন ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এসো হে নবীন দলে দলে ছাত্রদলের পতাকা তলে- এ স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শনিবার রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের নিলভিটা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুর ইসলাম বাবু।
সভায় বক্তব্য রাখেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিজিএমই’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক সদস্য সচিব আকিব হাসান, ছাত্রদল নেতা প্রিন্স হোসাইন, হৃদয় মিয়া, আব্দুল্লাহ রহমান প্রমুখ।
বিজয়ীদের মধ্যে ১ম, ২য়, ৩য় স্থানসহ মোট ৫০ জন শিক্ষার্থীর মাঝে সম্মানা ক্রেস্ট, নগদ অর্থ, কুরআন শরীফসহ পুরস্কার বিতরণ করা হয়।