
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পিএম
জুলাই-আগস্টে শহিদদের পরিবারের জন্য তারেক রহমানের ঈদ উপহার

যশোর ব্যুরো
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:৫৬ পিএম
-67deebca3f946.jpg)
আরও পড়ুন
জুলাই বিপ্লবে খুলনা বিভাগের ১০ জেলায় শহিদ ও আহতদের স্বজনদের কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া শুরু হয়েছে।
শনিবার বিকালে যশোর শহরের ঘোপ এলাকায় শহিদ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম।
উপহারসামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন শহিদ আব্দুল্লাহর মা রওশন আরা, বাবা শহিদুল ইসলাম, স্ত্রী মুমতারিন জান্নাতুল ও ৫ বছরের শিশু কন্যা রাইয়ান।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম বলেন, ১৬ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের ঈদ শুভেচ্ছা দিয়ে আসছেন তারেক রহমান। এবার থেকে জুলাই বিপ্লবে শহিদদের পরিবারগুলোকেও তিনি ঈদ শুভেচ্ছা হিসেবে উপহার সামগ্রী দিচ্ছেন।
নার্গিস ইসলাম বলেন, জুলাই বিপ্লবে শহিদদের আত্মত্যাগের কথা কখনো ভুলে গেলে চলবে না। তাদের এই আত্মত্যাগের কোনো প্রতিদান হয় না। সে কারণে বিভিন্ন উপলক্ষে আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সঙ্গে স্মরণ করি।
উপহার সামগ্রী পেয়ে শহিদ আব্দুল্লাহর মা রওশন আরা কেঁদে ফেলেন। ঈদের আগে তারেক রহমান তাদের কথা স্মরণ করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, শহিদদের পরিবারগুলো নানা সমস্যার মধ্যে আছে। তাদের এসব সমস্যাগুলো পরবর্তীতে যাতে সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তারেক রহমানের প্রতি সে আবেদন করেন আব্দুল্লাহর মা।
পরে যশোর জেনারেল হাসপাতালের সামনে শহিদ আবরান মাসনুন নীলের বাড়িতে গিয়ে তার মা জেসমিন আক্তারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ। এ সময় সেখানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সাব কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, ফাউন্ডেশনের যশোর-নড়াইলের সমন্বয়ক ডা. আলাউদ্দীন আল মামুন, ফাউন্ডেশনের সদস্য ডা. নাসিম জামান রিফাদ, ডা. এ এস গাজী শরীফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সাব কমিটির সদস্য সচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস বলেন, জুলাই বিপ্লবে শহিদ যশোরের ২৬ জনসহ খুলনা বিভাগের ৭২ জনের স্বজনদের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন তারেক রহমান। শহিদদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার বিতরণ শুরু হয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই সব উপহার পৌঁছে দেওয়া হবে।