
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:২৩ এএম
মানিকগঞ্জে একদিনে ৩ নারীর লাশ উদ্ধার

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:২৫ পিএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনে তিন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেলেও মেলেনি অন্যজনের পরিচয়।
মানিকগঞ্জ সদর থানা পুলিশ জানান, শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তনিমা আক্তার (১৬) নামের কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
নিহত তনিমা আক্তার গড়পাড়ার রানাদিয়া গ্রামের মো. রফিক মিয়ার মেয়ে।
এদিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের সুটুরিয়া এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় আফসানা আক্তার (১৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আফসানা আক্তার মানিকগঞ্জের শিবালয় উপজেলা আরিচা গ্রামের রেজাউল হকের স্ত্রী।
এছাড়া সদর উপজেলার পশ্চিম শানবান্দা এলাকার কালীগঙ্গা নদী থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয়দের দেওয়া খবরের ওপর ভিত্তি করে পুলিশ লাশটি উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাাতলে পাঠানো হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া অজ্ঞাতনামা লাশের পরিচয় জানতে পুলিশ কাজ করছেন।