
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পিএম
ফের আমতলী-ঢাকা রুটে লঞ্চ চালু

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম
-67deca330d11c.jpg)
আরও পড়ুন
এক বছর পরে আমতলী-ঢাকা নদী পথে যাত্রী সেবায় ৪ লঞ্চ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২৬ মার্চ থেকে পর্যায়ক্রমে চলাচল করবে লঞ্চগুলো। ঈদে যাত্রী সেবার কথা চিন্তা করেই লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইয়াদ-৭ লঞ্চের মালিক।
জানা গেছে, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিণাঞ্চলে লঞ্চগুলো যাত্রী সংঙ্কটে পড়ে। এতে আমতলী-ঢাকা নদী পথে লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে যায়। তিন বছর ধরে এ পথে লঞ্চ সার্ভিস বন্ধ থাকে। প্রতিবছর ঈদ আসলে লঞ্চ সার্ভিস চালু হয়। চলতি বছরেও ঈদ উপলক্ষে আমতলী-ঢাকা পথে লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ।
আগামী ২৬ মার্চ থেকে পর্যায়ক্রমে এমভি সুন্দরবন-৭, এমভি ইয়াদ-৭, এমভি ইয়াদ-৩ ও এমভি শরীয়তপুর-৩ লঞ্চ চলাচল করবে বলে নিশ্চিত করেছেন মালিক কর্তৃপক্ষ। যাত্রী সেবার মান ও নিরাপত্তায় সকল কার্যক্রম সম্পন্ন করেছেন বলে জানান তারা।
পদ্মা সেতু চালুর আগে আমতলী, বরগুনা, তালতলী, কলাপাড়াসহ দক্ষিণাঞ্চলের অন্তত কয়েক লাখ মানুষ লঞ্চে চলাচল করতো। পদ্মা সেতু চালুর পর সকল মানুষ সড়ক পথে চলাচল শুরু করে। পরে যাত্রী সংঙ্কটে পড়ে লঞ্চগুলো। এরপর আমতলী-ঢাকা এবং বরগুনা-ঢাকা নদী পথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. কামরুল ইসলাম বলেন, পরিবার পরিজন নিয়ে গাড়িতে চলাচল করা ঝুঁকির। শুনেছি ঈদ উপলক্ষে লঞ্চ সার্ভিস চালু হবে। তাই ভাবছি লঞ্চে গ্রামের বাড়ি যাব।
তিনি বলেন, লঞ্চে যেতে সময় বেশি লাগলেও যাত্রা নিরাপদ ও আরামদায়ক। তবে দীর্ঘদিন পর লঞ্চ সার্ভিস চালু হচ্ছে, তাই লঞ্চ কর্তৃপক্ষকে নিরাপত্তার বিষয়টি যাচাই বাছাই করে নেওয়ার দাবি জানান তিনি।
এমভি ইয়াদ-৩ লঞ্চের কেবিন ইনচার্জ মো. রাহাত তালুকদার বলেন, ঈদ উপলক্ষে আমতলী-ঢাকা নদী পথে লঞ্চ সার্ভিস চালু হবে। ইতোমধ্যে কেবিন বুকিং চলছে। তবে যাত্রীর চাপ কম। ঈদ ঘনিয়ে আসলে যাত্রীর চাপ বাড়বে।
এমভি সুন্দরবন-৭ লঞ্চের সুপার ভাইজার মো. মাইনুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছেন মালিক পক্ষ। এ রুটে এমভি সুন্দরবন-৭, এমভি ইয়াদ-৭, এমভি ইয়াদ-৩ ও এমভি শরীয়তপুর-৩ লঞ্চ পর্যায়ক্রমে চলাচল করবে।
এমভি ইয়াদ লঞ্চের মালিক মামুনুর রহমান লঞ্চে যাত্রী চলাচলের আহ্বান জানিয়ে বলেন, যাত্রী সেবার কথা বিবেচনা করে ঈদ উপলক্ষে আমতলী-ঢাকা নদী পথে ৪ লঞ্চ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২৬ মার্চ ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে এমভি ইয়াদ-৭ লঞ্চ আমতলীর উদ্দেশে ছেড়ে যাবে।
তিনি বলেন, ঈদ ছাড়াও এ পথে ২টি লঞ্চ সারা বছর চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে এ রুটে লঞ্চ টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের মালামাল বহনের দাবি জানান তিনি।
বরগুনা বিআইডব্লিউ সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, লঞ্চ চালুর বিষয়টি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। যাত্রীদের সকল সেবা নিশ্চিত করা হবে।