
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পিএম
স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা, স্বামী আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৮:১৬ পিএম

আরও পড়ুন
জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে স্বামী শাকিল মিয়াকে আটক করেছে পুলিশ।
পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক শাকিল মিয়া উপজেলার বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামের লাভলু মিয়ার ছেলে।
শুক্রবার (২১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুই বছর আগে শাকিল মিয়ার (২৪) সঙ্গে উপজেলার পেরিরচর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রুবিনা আক্তারের (২০) বিয়ে হয়।
তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। পরিবারের অভিযোগ, বিয়ের কয়েকদিন পর শাকিল নেশাগ্রস্ত হয়ে পড়েন। এ নিয়ে রুবিনার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো এবং তাকে মারধরও করতেন শাকিল।
এরই জেরে শুক্রবার রাতে নিজের বসতঘরে স্ত্রী রুবিনার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন শাকিল। আগুনে রুবিনার হাত-পা সহ শরীরে প্রায় ৭০ শতাংশ পুড়ে দগ্ধ হয়ে যায়। এ সময় রুবিনার আর্ত-চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়।
প্রতিবেশীরা দগ্ধ রুবিনাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ হাসাপাতালে নিলে চিকিৎসক মুমূর্ষু অবস্থায় তাকে গভীর রাতে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসক জানান, আহত রুবিনার অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, শনিবার (২২ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিল মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, পেট্রল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।