Logo
Logo
×

সারাদেশ

ঘরে মিলল গৃহবধূর গলাকাটা লাশ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৪:৩৬ পিএম

ঘরে মিলল গৃহবধূর গলাকাটা লাশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে তৈয়বা বেগম (৫০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরির নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তৈয়বা বেগম মগেনঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

পুলিশ বলছে, কাজ শেষে রাতের বেলায় বাড়ি ফেরেন সিরাজুল ইসলাম। এ সময় স্ত্রীর গলাকাটা রক্তাক্ত লাশ দেখেন তিনি। পরে জাতীয় জরুরি পরিষেবা-৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান সিরাজুল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।’

বান্দরবান নাইক্ষ্যংছড়ি লাশ উদ্ধার পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম