
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ১১:৪৭ পিএম
গণধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৪:৩১ পিএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
পাবনার আটঘরিয়ায় এক নারীকে গণধর্ষণের অভিযোগে তার সাবেক স্বামীকে গ্রেফতার করেছে র্যাব-১২। শনিবার ভোরে উপজেলার নাদুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিরুল (৩০) নাদুরিয়া গ্রামের মো. মাসুদ রানার ছেলে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ওই গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আটঘরিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান আসামি করা হয় আমিরুলকে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে মনোমালিন্য হওয়ায় আমিরুল ও তার স্ত্রীর বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর থেকে আমিরুল ভুক্তভোগীকে নানাভাবে কুপ্রস্তাব এবং পুনরায় বিবাহের প্রলোভন দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি রাতে সাবেক স্ত্রীকে নিজের বাড়িতে ডেকে নেন আমিরুল। পরে আমিরুল ও তার চার বন্ধু মিলে ভুক্তভোগীকে পর্যায়ক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান বলে জানিয়েছে র্যাব।